• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০১৮, ০৭:২৫ পিএম

রাসিকে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন 

রাসিকে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন 
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে চালু হলো বঙ্গবন্ধু কর্নার। 



রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে চালু হয়েছে বঙ্গবন্ধু কর্নার। 

রোববার (২৩ ডিসেম্বর) দুপুরে নগর ভবনে এই কর্নারের উদ্বোধন করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার নূর উর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা জিন্নাতুন নেসা তালুকদার, সাবেক রাসিক মেয়র আবদুল হাদি, অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক শামসুল আলম বীর প্রতীক, শাহাবুল হক, নূর কুতুব উল মান্নান, শাহাবুল হক মাস্টার, আবদুল মান্নান, নওশের আলী, সরিফুল ইসলাম বাবুসহ আরও অনেকে।

স্থানীয় সরকারের প্রথম প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু কর্ণার চালু করলো রাসিক। কর্নারটি এতে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার দুর্লভ আলোকচিত্র ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই স্থান পেয়েছে।
    

টিএফ/এসএমএম