• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০১৯, ০২:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২৫, ২০১৯, ০২:৫৯ পিএম

সাভারে উৎসাহ উদ্দীপনায় বড়দিন পালিত

সাভারে উৎসাহ উদ্দীপনায় বড়দিন পালিত
সাভারে উৎসাহ উদ্দীপনায় বড় দিন পালিত -ছবি : জাগরণ

সারাদেশের মত সাভারে বিপুল উৎসাহ উদ্দীপনায় খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালিত হচ্ছে। এই দিনে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট ফিলিস্তিনের বেথেলহেমে জন্মগ্রহণ করেছিলেন।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে সাভারের সদর ইউনিয়নের ধরেণ্ডা এলাকায় খ্রিস্টান পল্লীতে উৎসবমুখর পরিবেশে এ দিনটিকে পালন করছে।

বড় দিন উপলক্ষে সকাল থেকেই গির্জা এসে খ্রিস্ট ধর্মাবলম্বীরা উপসনা করেন। এরপর স্বজনরা মৃত ব্যক্তির সমাধিতে আত্মার শান্তি কামনা করে মোমবাতি ও বিভিন্ন ফুল দিয়ে সজ্জিত করেন। পরে কেক কাটার মধ্য দিয়ে যিশুখ্রিস্টের জন্মদিন পালন করা হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সাভার উপজেলা চেযারম্যান মঞ্জরুল আলম রাজিব, সাভার পৌর মেয়র হাজী আব্দুল গণিসহ সকল ধর্মাবলম্বীরা।

একেএস

আরও পড়ুন