• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২০, ১২:১১ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১১, ২০২০, ১২:১১ পিএম

মিরপুর বোটানিক্যাল গার্ডেন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার 

মিরপুর বোটানিক্যাল গার্ডেন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার 
বোটানিক্যাল গার্ডেন

রাজধানীর মিরপুরে বোটানিক্যাল গার্ডেনের ভেতরে আবুল কাশেম (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১১ জানুয়ারি) বিকেলে গার্ডেনের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, কাশেমকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
 
শাহ আলী থানার এসআই খোকন চন্দ্র দেবনাথ জানান, নিহত ব্যক্তির নাকের ওপরে ধারালো অস্ত্রের আঘাত ও লিঙ্গ কাটা ছিলো। বৃহস্পতিবার গভীর রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য কাশেমের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

জানা গেছে, নিহত কাশেম নেত্রকোনার কেন্দুয়ার দুমকি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। স্ত্রী শাহিনা বেগম ও ৩ সন্তানকে নিয়ে তিনি মিরপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় থাকতেন। শাহিনাই কাশেমের মরদেহ শনাক্ত করেন। পরিবার জানায়, কাশেম আগে গাড়ি চালাতেন। কিন্তু পরিবারের সঙ্গে তেমন একটা যোগাযোগ রাখতেন না। এজন্য সম্প্রতি তিনি কী করতেন তা পরিবার জানে না। এ ব্যাপারে শাহআলী থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।

এইচ এম/বিএস