• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২০, ০৪:০২ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৪, ২০২০, ০৪:০২ পিএম

রেলস্টেশনে ফেলে যাওয়া অজ্ঞাত বৃদ্ধাকে হাসপাতালে নিল পুলিশ

রেলস্টেশনে ফেলে যাওয়া অজ্ঞাত বৃদ্ধাকে হাসপাতালে নিল পুলিশ
রহনপুর রেলস্টেশন চত্বরে ফেলে যাওয়া সেই বৃদ্ধা - ছবি : জাগরণ

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন প্ল্যাটফর্মে স্বজনদের ফেলে রেখে যাওয়া শতবর্ষী বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

রোববার (১২ জানুয়ারি) মধ্যরাতে তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এদিকে এ ঘটনা স্থানীয় বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশের পর রহনপুর পৌর মেয়র তারিক আহমদ রোববার রাত ও সোমবার তার পাশে সময় কাটান। এ সময় তিনি তার শারীরিক ও চিকিৎসার খোঁজখবর নেন।

সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় ওই বৃদ্ধাকে হাসপাতালে দেখতে যান গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।

এ প্রসঙ্গে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল মালেক জানান, বিষয়টি নজরে এলে এএসআই তৌহিদুল ও ডিএসবির সদস্য নুরুন্নবী তাকে স্টেশন প্ল্যাটফর্ম থেকে উদ্ধার করে রহনপুর হাসপাতালে ভর্তি করে।

রহনপুর পৌরসভার মেয়র তারিখ আহম্মদ জানান, ওই বৃদ্ধার নাম-ঠিকানা এখনো জানা যায়নি। এ ব্যাপারে পুলিশ ও তিনি পৃথকভাবে অনুসন্ধান চালাচ্ছেন। সেই সঙ্গে হাসপাতালে তাকে সুস্থ করার জন্য চিকিৎসা চলছে।

উল্লেখ্য, ১৪ দিন আগে ওই বৃদ্ধাকে রহনপুর রেলস্টেশন চত্বরের ফেলে পালিয়ে যায় ২ যুবক। সে সময় তার গায়ে পুরোনো একটি উলের সোয়েটার ও সঙ্গে একটি কম্বল ছিল।

এনআই

আরও পড়ুন