• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২০, ০৮:০৭ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৪, ২০২০, ০৮:০৭ পিএম

দুপচাঁচিয়া পৌরসভার মেয়র হলেন বিএনপির জাহাঙ্গীর

দুপচাঁচিয়া পৌরসভার মেয়র হলেন বিএনপির জাহাঙ্গীর
নবনির্বাচিত পৌর মেয়র জাহাঙ্গীর আলম  -  ছবি : জাগরণ

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে মেয়র পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম। তিনি ধানের শীষ প্রতীকে সাড়ে ছয় হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ এ তথ্য জানান।

নির্বাচনী অফিস সূত্রে জানা গেছে, বিএনপি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম (ধানের শীষ) ৬ হাজার ৬৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী বেলাল হোসেন (জগ) পেয়েছেন ৫ হাজার ৬৪২ ভোট। এছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক রানা (নৌকা) পেয়েছেন ১ হাজার ২৯ ভোট ও স্বতন্ত্র প্রার্থী হাজী আহম্মেদ আলী (মোবাইল ফোন) পেয়েছেন ৩৩৪ ভোট।

এই পৌরসভার ১৬ হাজার ৭৬৩ জন ভোটারের মধ্যে ১৩ হাজার ৬৬১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদানের হার ৮১ শতাংশ। পৌরসভার ৯টি ওয়ার্ডে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়।

এনআই

আরও পড়ুন