• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২০, ০৮:২৮ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৮, ২০২০, ০৮:২৮ পিএম

আবারো দুই ট্রলারসহ ২৬ ভারতীয় জেলে আটক

আবারো দুই ট্রলারসহ ২৬ ভারতীয় জেলে আটক
নৌবাহিনীর হাতে আটক ভারতীয় ফিশিং ট্রলার - ছবি : জাগরণ

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ ও আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে মাছ শিকারের অভিযোগে ২৬ ভারতীয় জেলেকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে দুটি ফিশিং ট্রলার ও বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ। জব্দকৃত ট্রলার হলো এফবি শঙ্খ প্রদীপ ও মা মঙ্গল।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে ট্রলারসহ এই জেলেদের আটক করে নৌবাহিনী। বিকেলেই আটককৃতদের মোংলা থানায় হস্তান্তর করেছে নৌবাহিনী।

নৌবাহিনীর উদ্ধৃতি দিয়ে থানার এসআই মো. আহাদ বলেন, বঙ্গোপসাগরের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়। নৌবাহিনীর মোংলাস্থ দিগরাজ নৌঘাঁটির চিফ পেটি অফিসার মো. ইমান আলী বাদী হয়ে ভারতীয় জেলেদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। আন্তর্জাতিক সমুদ্র আইনে এ মামলা দায়ের হয়েছে।

এসআই আহাদ আরো জানান, আটককৃতদের রোববার (১৯ জানুয়ারি) সকালে বাগেরহাটের কারাগারে পাঠানো হবে। তবে এ সময় তিনি আটক জেলেদের নাম ও পরিচয় জানাতে পারেননি।

এনআই

আরও পড়ুন