• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২০, ০৬:২৩ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২০, ২০২০, ০৬:২৩ পিএম

‘নগরবাসী পরিবর্তন চায়, জাতীয় পার্টিই পারে পরিবর্তন এনে দিতে’

‘নগরবাসী পরিবর্তন চায়, জাতীয় পার্টিই পারে পরিবর্তন এনে দিতে’
সাইফুদ্দিন আহমেদ মিলন- ছবি : জাগরণ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, বড় দুটি দল বারবার নির্বাচিত হয়ে ঢাকাবাসীর উন্নতি করেনি। তাই মানুষ পরিবর্তন চায়। জাতীয় পার্টিই পারে এ পরিবর্তন এনে দিতে। তিনি বলেন, ঢাকাবাসী শান্তিতে বসবাস করতে চায়। এরশাদ শাসনামলে মানুষ শান্তিতে ছিল। ভোটাররা যদি ভোট দিতে পারে তাহলে নগরবাসী লাঙ্গলে ভোট দিবে। লাঙ্গল শান্তির প্রতীক। 

সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর নবাবগঞ্জ, বাটা মসজিদ, আজিমপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণার সময় কয়েকটি পথসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

মিলন বলেন, গণসংযোগকালে আমি ঢাকাবাসীর বাপক সাড়া পাচ্ছি। জনগণ আমাকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি নগরবাসীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা উপহার দেব। 

এ সময়  উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, হাজী মিলনের ছেলে রাকিব উদ্দিন আহমেদ আবির, মহানগর জাপা নেতা আকতার হোসেন আউয়াল, সাকিব উদ্দিন শিফান, কামাল হোসেন, সাবের হোসেন, শাকিল হোসেন, মো. লিটনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী। প্রচারণায় সময় নেতাকর্মীরা বাদ্যযন্ত্র, লাঙ্গলসহ নেচে নেচে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। 

টিএস/টিএফ

আরও পড়ুন