• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২০, ০৪:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২১, ২০২০, ০৪:৫৭ পিএম

ভোটের দিন নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি

ভোটের দিন নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনের দিন ১ ফেব্রুয়ারি (শনিবার) নির্বাচনি এলাকায় সব ধরনের শিল্প-কারখানা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে ইসির উপ সচিব (নির্বাচন পরিচালনা-২) আতিয়ার রহমানের সই চিঠিতে এক নির্দেশনায় এই তথ্য জানা গেছে। এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য শিল্প, বাণিজ্য ও শ্রম কল্যাণ সচিব বরাবর ওই চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ‘১ ফেব্রুয়ারি (শনিবার) সিটি নির্বাচন উপলক্ষে  জনপ্রশাসন মন্ত্রণালয় হতে ভােটগ্রহণের দিন নির্বাচনি এলাকায় ‘সাধারণ ছুটি’ ঘােষণা করা হবে।এ কারণে নির্বাচনি এলাকার সরকারি/ বেসরকারি সব অফিস/প্রতিষ্ঠান/সংস্থা বন্ধ থাকবে।’

এইচএস/এসএমএম

আরও পড়ুন