• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২০, ০৫:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৯, ২০২০, ০৫:৩৬ পিএম

চাঁদপুরে স্কুলের সমাবেশে ছাত্রীর মৃত্যু

চাঁদপুরে স্কুলের সমাবেশে ছাত্রীর মৃত্যু
শিক্ষার্থী সমাবেশে মৃত্যুবরণকারী শিরিন আকতার  -  ছবি : জাগরণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় শিক্ষার্থী সমাবেশে (পিটি) শিরিন আকতার নামের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার বেলচোঁ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। শিরিন আকতার ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। সে ৬ নং পূর্ব বড়কুল ইউনিয়নের জয়নাল আবেদীনের মেয়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন জানান, বিদ্যালয়ে পিটি চলার সময় হঠাৎ শিরিন আকতার জ্ঞান হারিয়ে পড়ে যায়। ওই সময় অন্য শিক্ষার্থীরা তাকে কোলে করে বিদ্যালয় মিলনায়তনে নিয়ে যায়। সেখান থেকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। হাসপাতালের চিকিৎসক শিরিন আকতারকে মৃত ঘোষণা করেন।

শিরিনের মা জ্যোৎস্না আকতার জানান, সকাল ৭টায় কিছু না খেয়েই স্কুলে প্রাইভেট পড়তে আসে শিরিন। আসার সময় স্কুলে কিছু খাওয়ার জন্য টাকা নিয়ে আসে। সাড়ে ১০টার সময় স্কুল থেকে খবর পেয়েছি শিরিন অসুস্থ। এরপর হাসপাতালে এসে দেখি আমার মেয়ে আর নেই।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আবদুর রশিদ বলেন, শিরিন আকতারের মৃত্যুর খবর শুনে বেলচোঁ উচ্চ বিদ্যালয়ে গিয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

এনআই

আরও পড়ুন