• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২০, ০৪:৫১ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৫, ২০২০, ০৪:৫১ পিএম

নবীগঞ্জে বয়লার বিস্ফোরণে নিহত ১, আহত ৫

নবীগঞ্জে বয়লার বিস্ফোরণে নিহত ১, আহত ৫
অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে নিহত শ্রমিক নাসির মিয়া  -  ছবি : জাগরণ

হবিগঞ্জের নবীগঞ্জে অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে নাসির মিয়া (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৫ জন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ টেকাদীঘি অটো রাইস ও বয়লার মিলে ঘটনাটি ঘটে। নিহত নাসির মিয়া উপজেলার কুর্শি ইউনিয়নের ভূবিরবাক গ্রামের আব্দুর রশিদের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে নবীগঞ্জ শহরতলীর ওসমানী রোডস্থ টেকাদীঘি অটো রাইস মিলের বয়লার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ওই বয়লারের শ্রমিক নাসির মারা যান। এ ঘটনায় আহত হন অন্তত আরো ৫ জন। বিকট শব্দে আতঙ্কিত হয়ে যান পুরো শহরের মানুষ।

বিস্ফোরিত হওয়া অটো রাইস মিলের বয়লার  -  ছবি : জাগরণ

ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় একজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বয়লারের চুলায় কোনো ত্রুটির কারণেই বিস্ফোরণ ঘটতে পারে।

এনআই

আরও পড়ুন