• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২০, ০৪:০১ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৯, ২০২০, ০৪:১৮ পিএম

‘দেশে কারও শরীরে ভাইরাস পাওয়া যায়নি’

‘দেশে কারও শরীরে ভাইরাস পাওয়া যায়নি’
সংবাদ সম্মেলনে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা - ছবি : টিভি থেকে নেয়া

৫৪টি নমুনা পরীক্ষা করা হলেও দেশে এখন পর্যন্ত কারও শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মহাখালীতে ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এখন পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ হাজার ২১৩ জনকে স্ক্রিনিং করা হয়েছে বলে জানান তিনি। 

ফ্লোরা জানান, বিশ্বস্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী বিশ্বে নতুন করে করোনাভাইরাস আক্রান্ত রোগীর হার কমে এসেছে। নতুন কোনও দেশে আর কেউ আক্রান্ত হয়নি। তারপরও দেশের বিমানবন্দরগুলোয় স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

ব্রিফিংয়ে তিনি আরও জানান, করোনাভাইরাসের প্রতিষেধক তৈরিতে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করলেও এখনও তেমন অগ্রগতি হয়নি।

এসএমএম

আরও পড়ুন