• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২০, ১২:৩১ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২১, ২০২০, ১২:৩২ পিএম

গভীর শ্রদ্ধায় নত সারাদেশ

গভীর শ্রদ্ধায় নত সারাদেশ

গভীর শ্রদ্ধা আর ভালবাসায় জাতি স্মরণ করছে ভাষাশহীদদের। একুশের প্রথম প্রহরে দেশের সব অঞ্চলে শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়েছেন নানা শ্রেণি ও পেশার মানুষ।

দিবসটি উপলক্ষে সারাদিনই থাকছে নানান আয়োজন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহর থেকেই শহীদ মিনারে মানুষের ভিড় বাড়তে থাকে। সকালে স্থায়ী ও অস্থায়ী শহীদ মিনারে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়।

বিশ্ববিদ্যালয়সহ নানা প্রতিষ্ঠানে বই মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভাষাশহীদেরর স্মরণে রাজশাহীতে স্থপিত প্রথম শহীদ মিনারটি স্বীকৃতিরও দাবি জানান শ্রদ্ধা জানাতে আসা নানা শ্রেণি ও পেশার মানুষ।

প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে একে একে শ্রদ্ধা জানায় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।

দৈনিক জাগরণ এর সংবাদদাতাদের পাঠানো খবর—

পঞ্চগড় : রাত ১২ টা ১ মিনিটে পঞ্চগড় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী।   

রংপুর : একুশের প্রথম প্রহরে বিভাগীয় কমিশনার তারিকুল ইসলাম প্রথমে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর সিটি করপোরেশনের মেয়র, ডিআইজি, মহানগর পুলিশের কমিশনার, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর মেট্রোপলিটন পুলিশের একটি দল বিশেষ সালাম প্রদান করে। পরপরই সম্মিলিত সাংবাদিক সমাজ, রংপুর প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থার পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

টাঙ্গাইল : স্থানীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন টাঙ্গাইল জেলা প্রশাসনসহ সর্বস্তরের জনসাধারণ। রাত ১২ টা ১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমে টাঙ্গাইলের জেলা প্রশাসক শহিদুল ইসলাম শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পন করেন। 

বরিশাল : রাত ১২টা ১মি‌নি‌টে ব‌রিশাল কেন্দ্রীয় শ‌হীদ মিনা‌রে পুষ্পার্ঘ অর্পন ক‌রেন পার্বত্য শা‌ন্তিচু‌ক্তি বাস্তবায়ন ক‌মি‌টির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ, ব‌রিশাল সি‌টি ক‌রপোরেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আবদুল্লাহ, ব‌রিশাল বিভাগীয় ক‌মিশনার মুহাম্মদ ইয়া‌মিন চৌধুরী, ডিআই‌জির প‌ক্ষে অ‌তি‌রিক্ত ডিআই‌জি এ‌কেএম এহসান উল্লাহ, মে‌ট্রোপ‌লিটন পু‌লিশ ক‌মিশনার শাহাবু‌দ্দিন খান, জেলা প্রশাসক এসএম অ‌জিয়র রহমান, পু‌লিশ সুপার সাইফুল ইসলামসহ আরও অনেকে।

নেত্রকোনা :  পৌরসভা মেয়র নজরুল ইসলাম খান আলোকসজ্জার মধ্য দিয়ে প্রথম প্রহরে শুভসূচনা করেন। পরে একে একে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান শেফালী, জেলা প্রশাসক মঈনউল  ইসলাম, পুলিশ সুপার আকবর আলী মুনসী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 

যশোর : প্রথম প্রহরে শহরের পুরাতন কসবাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ। 

বাগেরহাট : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে।

নাটোর : শহরের কানাইখালী কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা এক মিনিটে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

মোংলা : প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেন বাগেরহাট-৩ আসনের সংসদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাইসহ আরও অনেকে। 

গোপালগঞ্জ :  গোপালগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মেহাম্মদ সাইদুর রহমান খান।

ছবি ● প্রতিনিধি

এসএমএম