• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২০, ০৭:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২০, ০৭:৫৯ পিএম

জমি নিয়ে বিরোধ

ভাইর লাঠির আঘাতে ভাই খুন

ভাইর লাঠির আঘাতে ভাই খুন

পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হাবিব সিকদার নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই জনকে আটক করেছে। শনিবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে ।
 
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, সেহাকাঠী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে শিকদার বাড়িতে গোয়াল ঘর উঠানো নিয়ে চাচাতো ভাইদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে নিহত হাবিব সিকদার ও তার আপন ভাই বাবুল সিকদার তাদের পুরাতন গোয়াল ঘর ভেঙ্গে নতুন করে ঘর উত্তোলন করতে গেলে আপন চাচাতো ভাই কাওছার ও আব্বাস এতে বাধা দেয়। 

হাবিব মাটি কাটা বন্ধ না করলে কথাকাকাটির এক পর্যায়ে আব্বাস ও কাওসারের লাঠির আঘাতে ঘটনাস্থলেই হাবিবের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছালে আকবর সিকদার ও তার পিতা হাসেম সিকদারকে আটক করে। লাশ উদ্ধার করে ময়নাদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
 
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন জানান, একটি গোয়াল ঘর উঠানোকে কেন্দ্র করে দুই সহদর ভাইয়ের মধ্যে মারামারি হয়। এতে ঘটনা স্থলে হাবিব সিকদার নিহত হয়। এই ঘটনায় আমরা দুইজনকে আটক করেছি। মামলা প্রক্রিয়াধীন আছে ।

এমএইচবি