• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২০, ০৫:৩২ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৮, ২০২০, ০৫:৩২ পিএম

মালয়েশিয়াগামী ১৪ রোহিঙ্গা টেকনাফ থেকে উদ্ধার 

মালয়েশিয়াগামী ১৪ রোহিঙ্গা টেকনাফ থেকে উদ্ধার 
রোহিঙ্গা নারী ও শিশু - ফাইল ছবি

টেকনাফে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে শিশু ও নারীসহ ১৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ও শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত উপজেলার হোয়াইক্যং শামলাপুর সড়কের ঢালা নামক এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তারা হলেন- উখিয়ার জামতলী ও কুতুপালং ক্যাম্পের বাসিন্দা আবুল হোসেনের মেয়ে ইয়াসমিন (৩০), মোহাম্মদ হোসেনের মেয়ে আমিনা খাতুন(১৮), ছোট মেয়ে দিলরুবা (১৪), সৈয়দ হোসেনের ছেলে মোহাম্মদ হোসেন (৩৯), মৃত জলালের ছেলে নুর আহাম্মদ (৩৮), তাজুল হোসেনের ছেলে পেটান (২৪), মৃত সলিম উল্লাহ মেয়ে রশিদা (১৫), রহিম উল্লাহর মেয়ে হামিদা (১৬), আজিজ উল্লাহ ছেলে ইমতিয়াজ (২০), রহিম উল্লাহ শিশু কন্যা নুর কায়দা (৮)। ৪ জনের নাম জানা যায়নি।   

টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরির্দশক মোহাম্মদ লিয়াকত আলী বলেন, দালালরা এসব রোহিঙ্গাকে মালয়েশিয়ায় পাচারের জন্য শামলাপুরে জড়ো করে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এক শিশু কন্যাসহ ৯ নারী ও ৫ জন পুরুষকে উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে স্ব স্ব ক্যাম্পে পাঠানো হবে।

এফসি