• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মার্চ ২০, ২০২০, ০৬:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২০, ২০২০, ০৬:৫৫ পিএম

সেজদারত মাকে কুপিয়ে মারল ছেলে

সেজদারত মাকে কুপিয়ে মারল ছেলে
মোনতাজুল ● সংগৃহীত

সেজদারত মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে কুড়িগ্রামে এক বুদ্ধি প্রতিবন্ধী ছেলে।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের পান্তাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মায়ের নাম মিনি আক্তার (৫০)। ঘাতক ছেলের নাম মোনতাজুল (২৬)।

ঘটনার পর পর মানসিক ভারসাম্যহীন মোনতাজুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

পুলিশ ও এলাকাবাসী জানান, সোলায়মান আলী ও মিনি আক্তার দম্পতির সন্তান মোনতাজুল কয়েক বছর আগে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। বিভিন্ন জায়গায় চিকিৎসা করার পরও সুস্থ না হওয়ায় বাড়িতে বেঁধে রেখে তাকে কবিরাজি চিকিৎসা করানো হচ্ছিল। এ অবস্থায় হাত-পায়ের বাঁধন খোলা পেয়ে নামাজের সেজদারত অবস্থায় মায়ের গলায় কুড়াল দিয়ে কোপ দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার জানান, ঘাতক মোনতাজুলকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২১ মার্চ) নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এসএমএম