• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২০, ২০২০, ০৭:২২ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২০, ২০২০, ০৭:২২ পিএম

শিবচরের ৪টি এলাকায় সব বন্ধ, খাদ্য পৌঁছে দেবে পুলিশ

শিবচরের ৪টি এলাকায় সব বন্ধ, খাদ্য পৌঁছে দেবে পুলিশ
সংগৃহীত ছবি

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত থেকেই মাদারীপুরের শিবচরে ৪টি এলাকা ‘লকডাউন’ করে দেয়া হয়েছে। প্রবেশ ও বের হওয়ার সব পথ বন্ধ করে দেয়া হয়েছে। 

৪টি এলাকা হলো- শিবচর পৌরসভার ২টি ওয়ার্ড, পাঁচ্চর ইউনিয়নের একটি গ্রাম, দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের একটি গ্রাম।

বন্ধ রয়েছে ওই এলাকার বেশিরভাগ দোকানপাট। 

শুক্রবার (২০ মার্চ) দুপুরে শিবচর থানায় জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি নূরে আলম মিনা।

তিনি জানান, এসব এলাকার সবাইকে আলাদা করে থাকতে বলা হয়েছে। যদি কারও নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্রয়োজন হয়, সেক্ষেত্রে পুলিশকে ফোন করলে পুলিশ বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী জনপ্রতিনিধিদের সহযোগিতায় পৌঁছে দেবে। 

তিনি আরও জানান, জনপ্রতিনিধিদের নিয়ে প্রত্যেকটি এলাকায় আলাদাভাবে কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি বিদেশফেরত সবাইকে বাধ্যতামূলক হোম কোয়ারান্টেইনে রাখার জন্য কাজ করছে। 

জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনও মাঠে নেমেছে।

অনির্দিষ্টকালের জন্য উপজেলায় বন্ধ থাকবে গণপরিবহন চলাচল। 

ওই ৪টি এলাকায় নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বাতিল করা হয়েছে ওই এলাকার পুলিশ সদস্যদের ছুটি।

এসএমএম