• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২০, ২০২০, ০৭:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২০, ২০২০, ০৭:৪৪ পিএম

বাজার নিয়ন্ত্রণে অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ ব্যবসায়ীকে ৭২ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ ব্যবসায়ীকে ৭২ হাজার টাকা জরিমানা
এক ব্যবসায়ীকে জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত ● ইউএনবি

বাজার নিয়ন্ত্রণ করতে ব্রাহ্মণবাড়িয়ায় পৌর শহরের বিভিন্ন বাজারে চালিয়ে ৬ ব্যবসায়ীকে ৭২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২০ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া অভিযানের নেতৃত্ব দেন।

তিনি জানান, চলমান করোনাভাইরাস আতঙ্কে অস্থির বাজার মনিটরিং করার জন্য সরকারের উচ্চপর্যায় থেকে নির্দেশনা রয়েছে। তারই অংশ হিসেবে এই অভিযান চালানো। 

অভিযানে মেসার্স সিরাজ ট্রেডার্সকে ২০ হাজার টাকা, ব্যবসায়ী তাপস রায়কে ২০ হাজার টাকা, মেসার্স রহমানীয়া ট্রেডার্সকে ২০ হাজার, মেসার্স এমদাদ ট্রেডার্সকে ৫ হাজার টাকা, ব্যবসায়ী রাসেল মিয়াকে ৫ হাজার ও বাপন পালকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।  

মূল্য নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনবিকে জানান ইউএনও পঙ্কজ বড়ুয়া।

সকাল থেকে বিকাল পর্যন্ত চলা অভিযানে সদর সহকারী কমিশনার (ভূমি) এ বি এম মশিউজ্জামান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস, মাঠ ও বাজার পরিদর্শক সাইফুল ইসলাম ও সদর থানার পুলিশ উপস্থিত ছিলেন।

এসএমএম