• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৩১, ২০২০, ০৭:৪০ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৩১, ২০২০, ০৭:৪১ পিএম

টিয়ারা গ্রাম উন্নয়ন সংগঠনের উদ্যোগে ত্রাণ বিতরণ

টিয়ারা গ্রাম উন্নয়ন সংগঠনের উদ্যোগে  ত্রাণ বিতরণ
খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে ● জাগরণ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানার টিয়ারা গ্রামে করোনাভাইরাস প্রতিরোধে সেচ্ছায় গৃহবন্দী দুঃস্থ অসহায় দিন মজুরদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন স্থানীয় বিত্তবানরা।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে টিয়ারা আয়েশা বেগম হাই স্কুল মাঠে গ্রাম উন্নয়ন সংগঠনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ ফুল মিয়া, আওয়ামীলীগ নেতা কবির হোসেন আহমেদ, টিয়ারা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতিআলমগীর হোসেন মাস্টার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনাভাইরাসের দানবীয় তাণ্ডবে পুরো বিশ্ব আজ লণ্ডভণ্ড। মরছে অগুণিত মানুষ। বিপর্যস্ত মানবতা।এমতাবস্থায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দুঃস্থ-অসহায় ও দিন মজুরদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার উদাত্ত আহবান জানিয়েছেন। সে লক্ষ্যে গ্রামের বিত্তবানদের সহযোগিতায় খাদ্যসামগ্রী নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত বাংলাদেশের অসহায় মানুষদের না খেয়ে মরতে হবে না ইনশাল্লাহ।

২৬০ জন হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি চাল, ৩ কেজি আটা, ১ কেজি পেঁয়াজ, তেল, সাবান ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।

এসএমএম