• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মার্চ ৩১, ২০২০, ০৭:৫১ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৩১, ২০২০, ০৭:৫১ পিএম

করোনার লক্ষণ নিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

করোনার লক্ষণ নিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
সংগৃহীত ছবি

জেলার ভাণ্ডারিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ নিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার দক্ষিণ-পূর্ব ধাওয়া গ্রামে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা নিয়ে অসুস্থ হয়ে সে মারা যায় বলে উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম জানিয়েছেন।

মৃত সবুজ হাওলাদার (১৭) ওই গ্রামের আবদুল আজিজ হাওলাদারের ছেলে। সে এ বছর দক্ষিণ ধাওয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।

এ ঘটনায় সবুজদের বাড়িসহ আশপাশের বাড়িগুলো লকডাউন করে দক্ষিণ-পূর্ব ধাওয়া গ্রামকে কোয়ারেন্টাইন ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আলম।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচএম জহিরুল ইসলাম বলেন, ছেলেটি ৪ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথায় ভুগছিল। সকালে পরিবারের পক্ষ থেকে মোবাইল ফোনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করা হলে চিকিৎসকরা তাকে হাসাপাতালে নিয়ে আসতে বলেন। কিন্তু পরিবারের লোকজন ছেলেটিকে হাসপাতালে না এনে বাড়িতে রেখেই চিকিৎসা দিচ্ছিল।

সবুজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল কি না তা জানতে নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়েছে বলে জানান জহিরুল ইসলাম। ইউএনবি।

এসএমএম