• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২, ২০২০, ০৮:৩২ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২, ২০২০, ০৮:৩২ পিএম

বাইরে ঘোরাঘুরি করায় ৮৭ জনের জরিমানা

বাইরে ঘোরাঘুরি করায় ৮৭ জনের জরিমানা
বাইরে ঘোরাঘুরি করায় ৩ জেলায় ৮৭ জনকে জরিমানা● সংগৃহীত

সামাজিক দূরত্ব নিশ্চিত না করে অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করায় ৩ জেলায় ৮৭ জনকে জরিমানা করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। তবে প্রশাসনের উপস্থিতিতে পরিস্থিতি সাময়িক বদলালেও কিছুক্ষণ পর তা আবারও আগের অবস্থায় ফিরে যায়।

চাঁপাইনবাবগঞ্জে অপ্রয়োজনে নির্দেশনা না মেনে বাড়ির বাইরে থাকায় ২৫ জনকে আটক করা হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত না করায় ৫৩ জনকে করা হয়েছে জরিমানা।

গোপালগঞ্জে বাইরে আড্ডা দেয়ায় ৭ যুবককে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বগুড়ার দুঁপচাচিয়ায় ঘোরাঘুরি করায় ২ জনকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রামের রাস্তাঘাটে অহেতুক জটলা করতে দেখা গেছে।

যশোরের অলিতে-গলিতে আড্ডা দিতে দেখা যায় বিভিন্ন বয়সী মানুষকে।

মানিকগঞ্জে রাস্তা-ঘাটে প্রয়োজন ছাড়া চলাচল করছে বহু লোক।

পাবনা, ঝিনাইদহ, পঞ্চগড়, নোয়াখালীতেও সামাজিক দূরত্ব না মেনে অহেতুক ঘোরাঘুরি করতে দেখা গেছে অনেকজনকে।

এসএমএম