• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২০, ০৯:২৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৪, ২০২০, ০৯:২৫ পিএম

গণপরিবহনও ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে

গণপরিবহনও ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে
ফাইল ছবি

করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবেলা এবং এর ব্যাপক বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ৫ মে (মঙ্গলবার) পর্যন্ত গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার।

শুক্রবার (২৪ এপ্রিল) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভা শেষে গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, সাধারণ ছুটি বর্ধিত হওয়ায় দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত ৫ মে পর্যন্ত বলবৎ থাকবে।

তবে বরাবরে মতো জরুরি পরিষেবাসমূহ, খাদ্যদ্রব্য, সড়ক ও নৌপথে সকলপ্রকার পণ্য, রাষ্ট্রীয় প্রকল্পের মালামাল, জ্বালানি, ওষুধ, ওষুধশিল্প, চিকিৎসা সেবা ও চিকিৎসা বিষয়ক সামগ্রী পরিবহন, শিশুখাদ্য, গণমাধ্যম, ত্রাণবাহী পরিবহন, কৃষিপণ্য, শিল্পপণ্য, সার ও কীটনাশক, পশুখাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উৎপাদিত পণ্য, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য এবং জীবনধারণের মৌলিক পণ্য উৎপাদন ও পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না।

এসএমএম