• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ১৭, ২০২০, ০২:১০ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৭, ২০২০, ০২:১০ পিএম

সরকারি নির্দেশনা উপেক্ষা করে ঢাকা ছাড়ছেন মানুষ

সরকারি নির্দেশনা উপেক্ষা করে ঢাকা ছাড়ছেন মানুষ

ঈদ উপলক্ষে সরকারি নির্দেশনা উপেক্ষা করে ঢাকা ছাড়ছেন বহু মানুষ।

গণপরিবহন বন্ধ থাকলেও রাজধানী থেকে নানা ধরনের যানবাহনে করে গ্রামে ফিরছেন তারা।

রোববার (১৭ মে) রাজধানীর গাবতলী, আবদুল্লাহপুর, সায়েদাবাদসহ সবগুলো প্রবেশ পথেই রয়েছে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের ভিড়। ঝুঁকি নিয়ে ট্রাক, অ্যাম্বুলেন্স, পিকআপভ্যান ও মোটরসাইকেলে করে ঢাকা ছাড়ছেন অনেকে। এসব জায়গায় যাত্রী নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছেন মোটরসাইকেল চালকদের পাশাপাশি সিএনজিসহ অনেক প্রাইভেট গাড়িও।

চেকপোস্টে পুলিশ তল্লাশি করলেও নানা বাহানা দেখানো হচ্ছে। করোনাভাইরাস (কোভিড-১৯) ঝুঁকি থেকে নিরাপদ থাকতে ন্যূনতম তিন ফুট দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও গাদাগাদি করে মানুষ গ্রামে যাচ্ছে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে সারাদেশে গণপরিবহন বন্ধ রাখা হয়েছে।

এসএমএম

আরও পড়ুন