• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২০, ২০২০, ১২:২২ পিএম
সর্বশেষ আপডেট : মে ২০, ২০২০, ১২:৪০ পিএম

মোংলা-পায়রা সমুদ্র বন্দরে ১০ নং মহাবিপৎসঙ্কেত

মোংলা-পায়রা সমুদ্র বন্দরে ১০ নং মহাবিপৎসঙ্কেত

দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে জারি হয়েছে ১০ নম্বর মহাবিপৎসঙ্কেত।

বুধবার (২০ মে) বিকেল বা সন্ধ্যার মধ্যে সুন্দরবনের কাছ দিয়ে বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ঘূর্ণিঝড়টি ভোর ৬ টায় মোংলা থেকে ৩৯০ কি.মি ও পায়রা সমুদ্র বন্দর থেকে ৪১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিলো। ঘূর্ণিঝড় কেন্দ্রের বাতাসের সর্বোচ্চ বেগ ঝড়ো হাওয়ার আকারে ঘন্টায় ২২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আমফানের অবস্থান চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৬৫ কিলোমিটার ও কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে রয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম-কক্সবাজার সমুদ্রবন্দরে আগের মতোই ৬ নম্বর বিপৎসঙ্কেত জারি রয়েছে।

আমফানের প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম ও এর আশপাশের দ্বীপে ১৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এ অঞ্চলসমূহে অতি ভারী বৃষ্টিসহ ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

এসএমএম

আরও পড়ুন