• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ২০, ২০২০, ০৪:১০ পিএম
সর্বশেষ আপডেট : মে ২০, ২০২০, ০৪:১০ পিএম

নাটোরে আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু

নাটোরে আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু
জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ আম সংগ্রহ ও বাজারজাতকরণ উদ্বোধন করেন ● সুফি সান্টু

আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু হয়েছে নাটোর জেলায়। 

বুধবার (২০ মে) দুপুরে সদর উপজেলার পাইকপাড়া এলাকায় আম সংগ্রহ ও বাজারজাতকরণ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ।

সভায় জানানো হয়, গোপালভোগসহ স্থানীয় জাতের আম সংগ্রহ করতে পারবেন বাগান মালিকরা।  এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক সুব্রত কুমার সরকার, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কৃষি নির্বাহী কর্মকর্তা মেহেদুল ইসলামসহ আরও অনেকে।

সভা শেষে পাইকপাড়া এলাকার মেহেদী হাসান রতনের আম বাগান থেকে আম আহরণ করে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহরিয়াজ।

এবার নাটোর জেলার ৫ হাজার ৫২০ হেক্টর জমির বাগান থেকে প্রায় ৮০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।

রাসায়নিক পদার্থের অপব্যবহার রোধ করে পরিপক্ব আম প্রাপ্তি নিশ্চিত করতে এ উদ্যেগ বলে মনে করছেন আয়োজকরা।

এসএমএম

আরও পড়ুন