• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৯, ২০২০, ০২:০৩ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৯, ২০২০, ০২:০৩ পিএম

স্বাস্থ্য থেকে বদলির পর সিনিয়র সচিব হলেন আসাদুল ইসলাম

স্বাস্থ্য থেকে বদলির পর সিনিয়র সচিব হলেন আসাদুল ইসলাম
মোহাম্মদ আসাদুল ইসলাম

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বদলি করে পরিকল্পনা বিভাগে দেয়ার পর মোহাম্মদ আসাদুল ইসলামকে পদোন্নতি দিয়ে সচিব থেকে সিনিয়র সচিব করেছে সরকার।

মঙ্গলবার (৯) পরিকল্পনা বিভাগের সচিব আসাদুল ইসলামকে সিনিয়র সচিব করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আসাদুল ইসলাম আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দায়িত্বে ছিলেন।

তাকে নিয়ে বর্তমানে সিনিয়র সচিবের সংখ্যা দাঁড়ালো ১৩ জনে। ২০১২ সালে ‘সিনিয়র সচিব’ নামে নতুন এই পদ সৃষ্টি করে সরকার।

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির মধ্যে মাস্ককাণ্ডসহ বিভিন্ন কারণে আলোচিত আসাদুল ইসলামকে গত ৪ জুন (বৃহস্পতিবার) স্বাস্থ্যসেবা বিভাগ থেকে বদলি করে পরিকল্পনা বিভাগে নেয়া হয়।

এসএমএম

 

আরও পড়ুন