• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৩, ২০২০, ১০:৫৪ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩, ২০২০, ১০:৫৪ এএম

৭০০ বছরের ইতিহাসে প্রথম ওরস হচ্ছে না শাহজালাল মাজারে

৭০০ বছরের ইতিহাসে প্রথম ওরস হচ্ছে না শাহজালাল মাজারে
ফাইল ছবি

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) এর কারণে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে সিলেটের ৭০০ বছরের ঐতিহ্য হজরত শাহজালাল (রহ.) দুই দিনব্যাপী বার্ষিক ওরস শরিফ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) শাহজালাল দরগাহ মসজিদ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মোতাওয়াল্লি ফতেহ উল্লাহ আল আমান।

তিনি জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও ১১ ও ১২ জুলাই হজরত শাহজালাল ইয়ামনী (রহ.) এর ৭০১ তম ওরস শরিফ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের কারণে ও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ও সরকারের স্বাস্থ্য বিধি মোতাবেক এবং জনস্বাস্থ্য সচেতনতার বিষয়টি বিবেচনা করে এ আয়োজন থেকে সরে দাঁড়াতে হচ্ছে।

তিনি জানান, পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় দেশের দূর-দূরান্ত থেকে আসা ভক্ত ও আশেকদের কথা চিন্তা করে দরবারের এক জরুরি সভায় ওরস স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দোয়া ও ওরস মোবারকে শরীক হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।

প্রতি বছর ওরস শরিফে লাখ লাখ লোক সমবেত হন। এ বছর করোনোভাইরাসের কারণে জনগণের স্বাস্থ্য ঝুঁকিকে অগ্রাধিকার দিয়ে দুই দিনব্যাপী ওরস শরিফ স্থগিত করা হয়েছে। প্রায় ৭০০ বছর পর এবারই প্রথমবারের মতো ওরস শরিফ স্থগিত করা হলো।

এসএমএম

আরও পড়ুন