• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৯, ২০২০, ১১:৩৩ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৯, ২০২০, ১১:৩৩ এএম

উখিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা মাদক কারবারি নিহত

উখিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা মাদক কারবারি নিহত

কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের সময় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন রোহিঙ্গা মাদক কারবারি নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে তিন লাখ ইয়াবা, দেশীয় তৈরি দুটি পাইপগান ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতলী সীমান্তে এ ঘটনা ঘটে।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, তথ্যের ভিত্তিতে অভিযানে গেলে তুলাতলী সীমান্তে বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায় মাদক কারবারিরা। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে এসব অস্ত্র ও ইয়াবাসহ তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- তুমব্রু রোহিঙ্গা শিবিরের মৃত জুলুর মলুকের ছেলে নূর আলম (৪৫), বালুখালী ক্যাম্পের মোহাম্মদ হামিদ (২৫) ও কুতুপালংয়ের নাজির হোসেন (২৫)।

কেএপি

 

আরও পড়ুন