• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৭, ২০২০, ১১:৫১ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৭, ২০২০, ১১:৫১ এএম

গাজীপুরে র‌্যাবের সাথে ‘গোলাগুলিতে’ নিহত ২

গাজীপুরে র‌্যাবের সাথে ‘গোলাগুলিতে’ নিহত ২

গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় র‌্যাবের সাথে কথিত ‘গোলাগুলিতে’ দুজন নিহত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, নিহতরা সন্ত্রাসী এবং ডাকাত দলের সদস্য। তাদের আনুমানিক বয়স ৩০-৩২ বছর। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি র‌্যাব।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১-এর পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, রাত আড়াইটার দিকে র‌্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় একদল ডাকাত অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। র‌্যাবের টহল দল সেখানে অভিযান চালালে তাদের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী ডাকাতদের কয়েকজন র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে ঘটনাস্থলে দুই ডাকাত গুলিবিদ্ধ হন এবং বাকিরা পালিয়ে যান।

পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

গুলি বিনিময়ের ঘটনায় র‌্যাবের এক সৈনিক আহত হয়েছেন বলেও জানান আব্দুল্লাহ আল মামুন।

কেএপি

আরও পড়ুন