• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ২৯, ২০২০, ০৬:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৯, ২০২০, ০৬:৫৩ পিএম

এক ভুয়া ডাক্তারসহ আটক ৫

এক ভুয়া ডাক্তারসহ আটক ৫

রংপুরে সাতটি অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভুয়া ডাক্তারসহ পাঁচজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

এসময় অনুমোদনসহ প্রয়োজনীয় কাগজপত্র, জনবল ও বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় তিন লাখ টাকা জরিমানা এবং একটি ক্লিনিক সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ জুলাই) বিকেলে নগরীর ধাপে মেডিনোভা ক্লিনিকের নিচে রোগীর ব্যবস্থাপত্র লেখার সময় গোয়েন্দা পুলিশ হাতেনাতে ধরে ফেলে ভুয়া চিকিৎসক সনাতন চন্দ্র বর্মনকে। এসময় ক্লিনিকের ম্যানেজারসহ পাঁচজনকে আটক করা হয়।

এর আগে পরিবেশ অধিদপ্তর ও স্বাস্থ্য বিভাগের অনুমোদনসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ন্যাশনাল কমিউনিটি হসপিটাল সিলগালা করা হয়। এছাড়া, বৈধ কাগজপত্র না থাকায় পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

এম