• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৫, ২০২০, ০৭:২৪ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৫, ২০২০, ০৭:২৪ পিএম

দুর্ঘটনার দুই দিনের মাথায় মোটরসাইকেল চালকের মৃত্যু

দুর্ঘটনার দুই দিনের মাথায় মোটরসাইকেল চালকের মৃত্যু

পাবনার চাটমোহরে দুর্ঘটনার দুই দিনের মাথায় মারা গেলেন মোটরসাইকেলের চালক ময়নুল হক। মঙ্গলবার (৪ আগষ্ট) রাতে ঢাকা পঙ্গু হাসপাতালে তার মৃত্যু হয়। রোববার (২ আগষ্ট) বিকালে একটি অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল তার মোটরসাইকেলের।

ময়নুল হক চরপাড়া গ্রামের বাসিন্দা আবুল হোসেনের ছেলে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অটোভ্যানটির চালক আয়েজ উদ্দিন। তাকে চাটমোহর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আয়েজ উদ্দিনের বাড়ি সাড়রা গ্রামে, তিনি বৃদ্ধ।

এলাকাবাসী জানায়, চাটমোহর-হান্ডিয়াল আঞ্চলিক সড়কের বওশা ঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর উভয়কেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা। অবস্থার অবনতি হওয়ায় ময়নুলকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। আয়েজ উদ্দিন অটোভ্যান নিয়ে চাটমোহর থেকে হান্ডিয়ালের দিকে যাচ্ছিলেন। এদিকে, ময়নুল হকের মৃত্যুতে ভেঙ্গে পড়েছে তার পরিবার। পড়শিসহ নিকটাত্মীয়রা তাদের সান্তনা দিচ্ছেন। 

এম