• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৮, ২০২০, ০৭:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৮, ২০২০, ০৭:৩৯ পিএম

খামার শ্রমিকের আত্মহত্যা

খামার শ্রমিকের আত্মহত্যা

পাবনার চাটমোহরে মুরগীর খামারের শ্রমিক মামুন হোসেন বিষপানে আত্মহত্যা করেছেন। শনিবার (৮ আগষ্ট) দুপুর নাগাদ ধানবিলা গ্রামের বাসিন্দা সাইফুলের খামারে বিষপান করেন। মামুন হোসেন পাবনার ফরিদপুর উপজেলার মাছুয়াঘাটা গ্রামের বাসিন্দা শাহজাহান সরদারের ছেলে। পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করছেন বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বিষপান করার বিষয়টি টের পেয়ে মামুনকে পাবনা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন স্থানীয়রা। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। এরপর লাশ মাছুয়াঘাটা গ্রামে নিয়ে যায় মামুনের স্বজনরা। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করে পুলিশ। মামুন হোসেন সাইফুলের খামারে কাজ করতেন। ধানবিলার পার্শ্ববর্তী হোগলবাড়িয়া গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন তিনি।

চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম বলছেন, থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

মামুনের মৃত্যুতে তার পরিবারে চলছে মাতম।

এম