• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ৮, ২০২০, ০৮:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৮, ২০২০, ০৮:৩৫ পিএম

বাঞ্ছারামপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

বাঞ্ছারামপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নাসিরউদ্দিন( ৩০)নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে,  গত শুক্রবার রাতে উপজেলার হাসন্নগর গ্রামে  এ ঘটনা ঘটেছে,নিহত নাসির উদ্দিন হাসন নগর গ্রামের রেনু মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে  জানা গেছে,  উপজেলার তেজখালী ইউনিয়নের হাসন্নগর গ্রামের রেনু মিয়া ছেলে ব্যবসায়ী নাসিরুদ্দিন তার স্ত্রীকে নিয়ে গত শুক্রবার বিকেল চারটার দিকে মোটরসাইকেল যোগে বাড়িতে যাওয়ার সময় একই গ্রামের সাগর কটুক্তি করে পরে নাসির বাড়ি থেকে বাজারে আসার পথে সাগর ও তার লোকজন তাকে  পথ রোধ করে  কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে এ সময় সাগর নাছিরউদ্দিনকে ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে   গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বাঞ্ছারামপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন, ঢাকা মেডিকেলে চিকিৎসারত অবস্থায় রাত্র  তিন ঘটিকার  সময় মৃতবরণ করেন।

নিহত নাসিরের চাচাতো ভাই কাজল সরকার জানান, নাসিরের একজন ব্যবসায়ী সাগর কয়েক মাস আগে নাসিরের মোটরসাইকেল আটকে রেখেছিল, শুক্রবার বিকেলে বউ সহ যাওয়ার পথে সাগর  উল্টাপাল্টা কথা বলে এর জের ধরে বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে  সন্ধ্যা সাতটায় সাগর হামলা করে নাসিরের উপর, নাসিরকে ছুরির আঘাত করলে করলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন চৌধুরী জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাসন নগর গ্রামের সাগর ও নাসিরের  মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে শুক্রবার রাতে নাসির কে ছুরিকাঘাত করা হয়, এ ঘটনায় নাসির গুরুতর আহত হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা গেছে এখনো থানায় মামলা হয়নি, আসামী গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি আমরা।

এম