• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ১০, ২০২০, ০৩:৫২ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১০, ২০২০, ০৩:৫২ পিএম

খোঁজাখঁজিকালে বিলের পানিতে মিললো সিদ্দিকের লাশ

খোঁজাখঁজিকালে বিলের পানিতে মিললো সিদ্দিকের লাশ

জমির কচুরিপানা পরিস্কার করতে বিলে গিয়েছিলেন সকালে। বেলা গড়িয়ে সন্ধ্যা নামলেও ফিরেননি বাড়ি। রাতেও বাড়ি না ফেরায় নিয়ে চিন্তায় পড়েন পরিবারের লোকজন। পড়শিসহ পরিচিতদের কাছে সন্ধান করেন। কিন্তু কেউই সিদ্দিক হোসেন সম্পর্কে কিছু জানাতে পারেননি। শেষমেশ ছুটেন বিলে। সেখানেই ভাসতে দেখেন সিদ্দিক হোসেনকে। সিদ্দিক হোসেনের মৃত্যু সম্পর্কে এমনটাই জানিয়েছেন এলাকাবাসী।

ঘটনাটি পাবনার চাটমোহরে, ঘটনাস্থল ঝিনাইগাড়ী বিল। আর লাশটি উদ্ধার করা হয় রোববার (৯ আগষ্ট) রাত সাড়ে আটটা নাগাদ। সিদ্দিক হোসেনের বাড়ি  উপজেলার জাবরকোল নতুনপাড়া গ্রামে। তার বাবার নাম কোবাদ হোসেন সরকার। কোবাদ হোসেন আগেই মারা গেছেন। সিদ্দিকের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। পুলিশ ও সিদ্দিকের স্বজনদের ধারণা পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম বলছেন, রাতে খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের লোকজন তাকে জানিয়েছেন-তার এক পা ছোট ছিল। তিনি কিছুটা অসুস্থ ছিলেন। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। লাশের সুরতহালে সন্দেহ করার মতো কিছু পাওয়া যায়নি। 

এম

আরও পড়ুন