• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২০, ০৬:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৪, ২০২০, ০৬:৪৮ পিএম

শোক দিবসে বঙ্গবন্ধু হত্যা আসামীদেরকে দেশে এনে রায় কার্যকরের দাবী

শোক দিবসে বঙ্গবন্ধু হত্যা আসামীদেরকে দেশে এনে রায় কার্যকরের দাবী

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুড়িগ্রামে মৌন শোক অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। 

শুক্রবার (১৪ আগষ্ট) সকাল ১১ টায় শহরের শহীদ মিনার এলাকায় এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা। 

এসময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু রবি বোস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এসএম ছানালাল বকসী, উপাধ্যক্ষ উদয় শঙ্কর চক্রবর্তী, বাবু দুলাল চন্দ্র রায়, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক, ফাল্গুনী তরফদার, অপু সরকার প্রমুখ।

এ কর্মসূচী থেকে জাতির জনকের আত্মার শান্তি কামনাসহ বঙ্গবন্ধু হত্যার পলাতক আসামীদেরকে দেশে ফিরে এনে রায় কার্যকরের দাবী জানানো হয়।


এম