• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২০, ০৫:১৭ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৪, ২০২০, ০৫:১৭ পিএম

গ্রেনেড হামলা দেশের রাজনীতির ইতিহাসে কলঙ্ক: প্রধানমন্ত্রী

গ্রেনেড হামলা দেশের রাজনীতির ইতিহাসে কলঙ্ক: প্রধানমন্ত্রী

আইভি রহমানের মতো ভালো মানুষের এমন বিভৎস মৃত্যু মেনে নেয়া যায়না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হসিনা। সোমবার (২৪ আগস্ট) কেবিনেট মিটিংয়ের শুরুতেই ২১ আগস্ট গ্রেনেড হামলায় মারা যাওয়াদের স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, এমন ঘটনা দেশের রাজনীতির ইতিহাসে কলঙ্ক।

 
আইভি রহমানের প্রতি শ্রদ্ধাভরে স্মরণ করে তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমান সবসময় রাজপথেই কাজ করেছেন। তিনি ছিলেন নিরঅহংকার, রাজপথের নেতা। আওয়ামী লীগে সুসময় কিংবা দুঃসময়- সবসময় রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২১শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় আহত হন আইভি রহমান। ৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ২৪শে আগস্ট মারা যান তিনি। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নারী নেত্রীদের মধ্যে আইভি রহমান ছিলেন অন্যতম, যিনি ছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী।


এম
 

আরও পড়ুন