• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২০, ০৫:৪০ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৪, ২০২০, ০৫:৪০ পিএম

সময় মতোই আমরা ভ্যাকসিন পেয়ে যাব: স্বাস্থ্যমন্ত্রী 

সময় মতোই আমরা ভ্যাকসিন পেয়ে যাব: স্বাস্থ্যমন্ত্রী 
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক - ফাইল ছবি

করোনার ভ্যাকসিনের জন্য সবার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সময় মতোই আমরা ভ্যাকসিন পেয়ে যাব।

সোমবার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। 

তিনি বলেন, বিশ্বের বেশ কয়েকটি দেশ এরইমধ্যে ভ্যাকসিন উৎপাদনের অ্যাডভান্স স্টেজে চলে গেছে। আমরা গত জুলাই মাসেই এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাদের জানিয়েছেন, যখন তারা ভ্যাকসিন পাবে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোকে তারা ২০ শতাংশ পর্যন্ত দিতে পারবে। এমন আশ্বাস তাদের থেকে আমরা পেয়েছি।

যেসব প্রতিষ্ঠান ভ্যাকসিন উৎপাদনে এগিয়ে আছে তাদের সঙ্গে যোগাযোগ আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব বিষয় প্রধানমন্ত্রীকে আমরা জানিয়েছি। চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীই নেবেন। যখন সময় হবে প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা সিদ্ধান্ত পেয়ে যাব। সে সিদ্ধান্ত পেলেই জানাতে পারব।

এম
 

আরও পড়ুন