• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২০, ০৫:০৩ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২০, ২০২০, ০৫:০৫ পিএম

গাজীপুরে কাঠ বোঝাই ট্রাকে ফেনসিডিল, আটক ২ 

গাজীপুরে কাঠ বোঝাই ট্রাকে ফেনসিডিল, আটক ২ 

গাজীপুরে কাঠ বোঝাই একটি ট্রাকে অভিযান চালিয়ে তার ভেতর নিষিদ্ধ ফেনসিডিল পাচারকালে মাদকের ২ জন ডিলারকে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা। পরে পুলিশ কাঠ বোঝাই ট্রাকটি জব্দ করেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) র‌্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার হিসেবে কর্মরত লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে  শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মহানগরীর নাওজোর বাইপাস মোড় এলাকায় ৩৭৫ বোতল ফেনসিডিল উদ্ধারকালে তাদের আটক করা হয়। 

আটকককৃতরা হলো- দিনাজপুরের হাকিমপুর থানার রিকাবি এলাকার মৃত লুৎফর আলীর ছেলে মো. আসাদুল (৩২) ও একই জেলার নবাবগঞ্জ থানার ভাদুরিয়া এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে মো. আ. রাজ্জাক (৩০)। 

লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নগরীর নাওজোর এলাকার মেসার্স আউসি ফিলিং স্টেশনের সামনে টাঙ্গাইল-গাজীপুর মহাসড়কে অভিযান চালিয়ে ৩৭৫ বোতল ফেনসিডিল ও দুইজন মাদকের ডিলারকে আটক করে র‍্যাব। আটককৃতদের বিরুদ্ধে বাসন থানায় মামলা দায়ের করা হয়েছে।

এসইউ