• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২০, ০২:৩২ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০২০, ০২:৩২ পিএম

সড়ক নির্মাণে ৯৬ কোটি টাকা পাচ্ছেন ভূমি মালিকরা

সড়ক নির্মাণে ৯৬ কোটি টাকা পাচ্ছেন ভূমি মালিকরা
সড়ক নির্মাণ প্রকল্পে ভূমি অধিগ্রহণের ৯৬ কোটি টাকার চেক বিতরণ করা হচ্ছে। ছবি-জাগরণ

কিশোরগঞ্জ মিঠামইনে সেনানিবাস এবং জেলার হাওর অধ্যুষিত উপজেলা ইটনা-মিঠামইন ও অষ্টগ্রামে প্রায় ৩৫ কিলোমিটার অলওয়েদার সড়ক নির্মাণ প্রকল্পে ভূমি অধিগ্রহণের ৯৬ কোটি টাকার চেক বিতরণ করা হচ্ছে। 

তিন উপজেলায় প্রায় ৪৫১.৫৪ একর ভূমি অধিগ্রহণের জন্য দুটি প্রকল্পের মোট ১৩৯৯ জন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে পর্যায়ক্রমে এ চেক বিতরণ করা হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মিঠামইন সদরের রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে ৯৮ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ৬ কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে।
 
জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রাষ্ট্রপতির বড় ছেলে প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।

মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন রাষ্ট্রপতি কার্যালয়ের জন বিভাগের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম(বার), প্রকল্প পরিচালক মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দুলাল চন্দ্র সূত্রধর, অধ্যক্ষ আবদুল হক নূরু, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি শাহ আজিজুল হক, মিঠামইন উপজেলা পরিষদ চেয়ারম্যান আছিয়া আলম, ইটনা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, অষ্ট্রগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসমাঈল হোসেন প্রমুখ।
 
অনুষ্ঠানে তিন উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কলেজের অধ্যক্ষসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জাগরণ/এমএইচ

আরও পড়ুন