• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২০, ০৬:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৫, ২০২০, ০৬:৫৪ পিএম

বীরকন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবস উপলক্ষে আলোচনাসভা

বীরকন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবস উপলক্ষে আলোচনাসভা
বীরকন্যা প্রীতিলতার ৮৮তম আত্মাহুতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি- জাগরণ

বীরকন্যা প্রীতিলতার ৮৮তম আত্মাহুতি দিবস উপলক্ষে শোষণ মুক্তির লড়াই ও নারীর মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার আহ্বানে মাগুরা জেলা বাসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের দোয়ারপাড়া এলাকায় বাসদ কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় নেত্রী লিপিকা দত্ত, কেন্দ্রীয় জাসদ নেতা জাহিদ আলম, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কাজী ফিরোজ, জেলা মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগম, সাংবাদিক শরীফ তেহরান টুটুল, ভবতোষ বিশ্বাস জয় প্রমুখ।
 
বক্তারা জানান, ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্তমিত করা ও স্বাধীনতা সংগ্রামে পুরুষের পাশে নারীরাও লড়াই করতে পারেন এ চেতনা জাগাবার জন্যে মাস্টারদা বেছে নিয়েছিলেন প্রীতিলতাকে। অগ্নিযুগের সন্তানেরা নতুন প্রজন্মকে অন্যায়কে রুখে দিতে শেখায়। প্রীতিলতার সংগ্রামী জীবন থেকে শিক্ষা নিয়ে শোষণ মুক্তি ও নারীর মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

জাগরণ/এমএইচ
 

আরও পড়ুন