• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২০, ১১:৫১ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৭, ২০২০, ১২:১৪ পিএম

৮০ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টি, পানিতে ভাসছে রংপুর

৮০ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টি, পানিতে ভাসছে রংপুর

প্রবল বৃষ্টির পানিতে ভাসছে গোটা রংপুর নগরী। পানিবন্দি হাজার হাজার মানুষ।

আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত ৪৩৩ মিলিমিটার বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে পুরো নগরী। যা ৮০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড। 

এদিকে, বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর ১৪৮টি পাড়া-মহল্লা। অনেক সড়কে হাটু সমান পানি। এছাড়া পানি ঢুকেছে বাড়িঘর-দোকানপাটে। রাত থেকে বিদ্যুৎ সরবরাহও বিঘ্নিত হচ্ছে। সবমিলিয়ে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন রংপুর নগরবাসী। 

এখনও বৃষ্টিপাত অব্যাহত থাকায় নগরীর মূল সড়কের পাশাপাশি শাখা সড়ক ও বিভিন্ন এলাকায় চরম জলাবদ্ধতা দেখা দিয়েছে। জাহাজ কোম্পানি মোড়, গ্রান্ড হোটেল মোড়,  মিস্তিরি পারা, খলিফা পাড়া, কলেজ রোডসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর পানি জমেছে।

এ প্রসঙ্গে রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া বিদ মোস্তাফিজুর রহমান জানান, বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে বৃষ্টি এভাবে চললে নগরীর বেশিরভাগ এলাকা তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

জাগরণ/এমআর