• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২০, ১০:৪৮ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২০, ১০:৪৮ এএম

লতাপাতায় জড়ানো বৈদ্যুতিক খুঁটিতে দুর্ঘটনার শঙ্কা

লতাপাতায় জড়ানো বৈদ্যুতিক খুঁটিতে দুর্ঘটনার শঙ্কা
লতাপাতায় জড়িয়ে আছে ১১হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটি। ছবি- জাগরণ

দেখতে অনেকটা গাছের মত মনে হলেও আসলে এটা কোনো গাছ নয়। এটি ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের পার্শ্বে সদর উপজেলা সালন্দর ইউনিয়নের ১১হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটি। কাঁচা লতাপাতায় জড়িয়ে থাকায় সাধারণ মানুষের মাঝে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এই বৈদ্যুতিক খুঁটি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন নজর না দেওয়ায় এলাকাবাসি অনাকাঙ্খিত ঘটনার আশংকায় দিন কাটাচ্ছেন।

এলাকাবাসির পক্ষে ইমরান মেহেদি, পলাশ শর্মা, রাজা হোসেন জানান, বর্ষার কারণে তাদের এলাকায় কাঁচা লতাপাতা জড়িয়ে রেখেছে ১১হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি খুঁটিকে।  এ কারণে যেকোন সময় বৈদ্যুতিক সর্টসার্কিটে অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে সেই আশংকায় এলাকাবাসি দিন কাটাচ্ছেন।

তারা আরও জানান, আমরা খুঁটিকে জড়িয়ে রাখা কাঁচা লতাপাতা কেটে পরিস্কার করে এলাকাবাসিকে আশংকামুক্তভাবে বসবাসের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিআকর্ষণ করেছেন।

জাগরণ/এমএইচ

আরও পড়ুন