• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২০, ১২:১৭ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২০, ১২:১৭ পিএম

বিষ দিয়ে মৎস্য আহরণ, নৌকা ও মাছ জব্দসহ আটক ৩ 

বিষ দিয়ে মৎস্য আহরণ, নৌকা ও মাছ জব্দসহ আটক ৩ 
কীটনাশক দিয়ে মাছ ধরার দায়ে তিনজনকে আটক করেছে বন বিভাগ। ছবি- জাগরণ

কীটনাশক দিয়ে মাছ ধরার দায়ে সুন্দরবন করমজল এলাকা থেকে তিন ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছে থেকে জব্দ করা হয় একটি নৌকা, মাছ ও কীটনাশকের বোতল।
  
সোমবার (২৮ সেপ্টেম্বর) পূর্ব সুন্দরবন করমজল ষ্টেশন কর্মকর্তা আজাদ কবির জানান, সকালে করমজল সংলগ্ন বনাঞ্চলে মাছ ধরার সময় একটি নৌকা তল্লাশি করে কীটনাশক মেশানো কিছু মাছ ও কীটনাশের বোতল পাওয়া যায়। বন ও বনজ সম্পদ ক্ষতিকর এমন কর্মকান্ডের দায়ে ঘটনাস্থল থেকে মোহাম্মদ বিল্লাল ঢালি,(৪০), মাসুম ঢালী (৪২), মনিরুল ঢালী(মন্জু) কে আটক করা হয়। আটক সবাই খুলনার দাকোপ উপজেলার বাসিন্ধা। 

তিনি আরও  জানান, বন আইনে মামলা দায়ের শেষে আজই আসামিদের খুলনা আদালতে প্রেরণ করা হয়েছে।

জাগরণ/এমএইচ
 

আরও পড়ুন