• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২০, ০৭:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২০, ০৭:৩৩ পিএম

নেত্রকোনায় তথ্য অধিকার দিবস পালন

নেত্রকোনায় তথ্য অধিকার দিবস পালন

‘তথ্য অধিকার সংকটে হাতিয়ার, সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে’-  এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ পালিত হয়েছে। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে এক আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। সভায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ নানান শ্রেণী-পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমানে সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্শেদা খাতুন, জেলা তথ্য অফিসার মুখলেছুর রহমান, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, জননেত্র সম্পাদক এম মুখলেছুর রহমান খান, সাংবাদিক আলপনা বেগম প্রমুখ। 

এসইউ