• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১, ২০২০, ০৯:৩০ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১, ২০২০, ০৯:৩১ এএম

বিপৎসীমার ওপরে আত্রাইয়ের পানি, স্রোতে ভেঙে গেল তাজপুর-হিয়াতপুর সড়ক

বিপৎসীমার ওপরে আত্রাইয়ের পানি, স্রোতে ভেঙে গেল তাজপুর-হিয়াতপুর সড়ক
ফাইল ছবি

নাটোর জেলার সিংড়া পয়েন্টে আত্রাই নদীর পানি বিপৎসীমার ১১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তীব্র স্রোতে ভেঙে গেছে তাজপুর-হিয়াতপুর সড়ক বাঁধ। এতে সিংড়ার সঙ্গে তাজপুরের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। 

বৃহস্পতিবার (০১ অক্টোবর) ভোরে বাঁধটি ভেঙে যায়।

এ তথ্য নিশ্চিত করে তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বলেন, গতরাতে স্থানীয়দের নিয়ে আমরা সড়ক বাঁধের দুর্বল দুটি পয়েন্ট রক্ষা করি। এরপর কাজ শেষে ভোররাতে বাসায় চলে যাই। কিন্তু ভোর হতেই খবর পাই তাজপুর-হিয়াতপুর সড়ক বাঁধটি ভেঙে গেছে। এ কারণে পাশের এলাকাগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। 

এদিকে, চতুর্থ দফায় পানি বৃদ্ধির এই ঘটনায় জেলার কয়েক লাখ জনগণের মাঝে আবারো বন্যাতঙ্ক দেখা দিয়েছে। টানা দেড় মাসেরও বেশি সময় বন্যার পানির সঙ্গে যুদ্ধের পর জেলার প্রান্তিক কৃষকেরা চাষাবাদের প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু, রোপণ শেষ না হতেই  আমন ধানের ক্ষেতে পানি ঢুকতে দেখে কৃষকদের এখন মাথায় হাত।

জাগরণ/এমআর