• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২০, ০৩:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১২, ২০২০, ০৩:৩৩ পিএম

সুন্দরবনে ফাঁদসহ ৩ হরিণ শিকারি আটক

সুন্দরবনে ফাঁদসহ ৩ হরিণ শিকারি আটক
ফাইল ছবি

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জ এলাকা থেকে হরিণ শিকারি চক্রের তিন সদস্যকে আটক করেছে বন বিভাগ।

সোমবার (১২ অক্টোবর) সকালে বন সংলগ্ন মরাপশুর খালে একটি নৌকা তল্লাশি করে তাদের আটক করা হয়। 

এ তথ্য নিশ্চিত করে পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা এনামুল হক জানান, নিয়মিত টহল দেয়ার সময় অনুমতি বিহীন অভ্যন্তরে থাকা একটি নৌকা তল্লাশি করে স্মাটটিম। এসময় বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ পাওয়া যায়। পরে নৌকায় থাকা তিন ব্যক্তি হরিণ শিকারের বিষয়টি শিকার করে। তারা হলেন সৈয়দ গাজী, ফারুক শেখ ও হযরত আলী।  

আটককৃতরা খুলনার দাকোব ও বটিয়াঘাটা এলাকারবাসিন্ধা।তাদের দুপুরে বন আইনে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে।

জাগরণ/জেই/এমআর