• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২০, ০৭:০২ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৭, ২০২০, ০৭:০২ পিএম

নবীনগরে ১১৮ পুজা মন্ডপে দুর্গোৎসব

নবীনগরে ১১৮ পুজা মন্ডপে দুর্গোৎসব

আসন্ন শারদীয়া দুর্গোৎসব সুষ্ঠ ও উৎসবমূখর পরিবেশে উদ্যাপন উপলক্ষে গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমূলক সভা ও সরকারী অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। 

বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, শিউলি রহমান, জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুজিত কুমার দেব, অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অৎন্ত কুমার ভদ্র, সেক্রেটারী অ্যাডভোকেট বিনয় চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা সাইফুর রহমান সোহেল, প্রবীর ভট্টাচার্য,বিপুল সাহা, প্রনয় কুমার ভদ্র,নাছির উদ্দিন, মানিক বিশ্বাস, সীতানাথ সূত্রধর ও চেয়ারম্যান আজাহার হোসেন জামাল প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন পূজা উদ্যাপন পরিষদের সহ-সাধারন সম্পাদক সাংবাদিক সঞ্জয় সাহা। 

নবীনগর উপজেলায় এবার ১১৮টি দূর্গা পূজা মন্ডপে সরকারী বরাদ্ধকৃত অনুদান ৫৮টন ৫০ কেজি চাউল ডিও লেটারটি উপজেলা পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দের হাতে তুলে দেন স্থানীয় এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। তিনি এসময় বলেন, সুষ্ঠ ও উৎসব মূখর পরিবেশে শারদীয়া দূর্গোৎসব পালনে প্রতি বছরের ন্যায় এবারও আমি ব্যক্তিগতভাবে আর্থিক অনুদান প্রদান করবো। এছাড়া হরি ভক্তি যুবসভার উদ্যোগে পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।