• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২০, ১০:৫৪ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২০, ২০২০, ১০:৫৪ এএম

ইলিশ রক্ষায় হেলিকপ্টারে অভিযান, ডুবানো হলো ৯৭ ট্রলার

ইলিশ রক্ষায় হেলিকপ্টারে অভিযান, ডুবানো হলো ৯৭ ট্রলার

মা ইলিশ রক্ষায় আকাশ থেকে হেলিকপ্টারে নজরদারি করে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদী থেকে ৯৭টি ট্রলার জব্দ করেছে মাওয়া নৌ পুলিশ। পরে সেগুলো পানিতে ডুবিয়ে দেয়া হয়েছে। এছাড়া অভিযানে জব্দ করা ৬৭ লক্ষ মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। আটক করা হয়েছে চার জেলেকে।

সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাতভর লৌহজং সংলগ্ন পদ্মা নদীর সিধারচর, কলিকালের চর, বাবুরচরসহ বিভিন্ন চর ও নদীতে অভিযান চালায় নৌ-পুলিশ ও মৎস্য অফিস। এছাড়া বিমান বাহিনীর একটি হেলিকপ্টার আকাশপথে অভিযানে অংশ নেয়।  

মাওয়া নৌ-পুলিশের ইনচার্জ সিরাজুল কবির বলেন, নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমানের নেতৃত্বে পদ্মার বিভিন্ন চরে অভিযান পরিচানা করা হয়। এসময় বিভিন্ন চর ও নদী থেকে ৯৪টি ট্রলার ও ৬৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ট্রলারগুলো পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে। কারেন্ট জাল বিনষ্ট করা হয়েছে পুড়িয়ে।  

এ ঘটনায় চারজন জেলেকে আটক করা হয়েছে যাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হচ্ছে বলেও জানান তিনি।

জাগরণ/এমআর