• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২০, ০৭:২১ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২১, ২০২০, ০৭:২১ পিএম

ঠাকুরগাঁওয়ে মন্দিরে ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁওয়ে মন্দিরে ১৪৪ ধারা জারি

দুর্গাপূজায় সনাতন ধর্মালম্বী ও ইসকন পন্থিদের মধ্যে সংঘর্ষ এড়াতে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুধবার দুপুরে মন্দির ও আশপাশ এলাকায় এ আদেশ জারি করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।  
পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি আদেশ বলবদ থাকবে বলেও জানান তিনি। জানা যায়, ২০০৯ সালে রশিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকনপন্থি ও সনাতন ধর্মালম্বীদের মাঝে সংঘর্ষ হয়। এতে সনাতন পন্থিদের সেবায়েত মারা যায় এবং হত্যা মামলা দায়ের করা হয়। এরপর থেকে প্রায় ১০ বছর ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই মন্দিরে দুর্গাপূজার সময় প্রশাসন ১৪৪ ধারা জারি করে আসছে। 

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে সেখানে দুই গ্রুপের বিরোধের কারনে সেখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশংকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেই সাথে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মন্দির এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পূজা শেষ হলে ১৪৪ ধারা তুলে নেওয়া হবে।