• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২০, ০৭:২৩ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২১, ২০২০, ০৭:২৩ পিএম

কলাপাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৮

কলাপাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৮

পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় আটজন আহত হয়েছে। মঙ্গলবার রাত আটটার দিকে নজিবপুর গ্রামে নির্বাচনে পরাজিত ইউপি সদস্য ফুল মিয়া সমর্থকদের হামলায় বিজয়ী মেম্বর প্রার্থী সোবাহান হাওলাদারের এ সমর্থকরা আহত হয়। আহতদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিজয়ী প্রার্থী সোবাহান হাওলাদার জানান, নির্বাচনে বিজয়ী হয়ে সমর্থকদের নিয়ে এলাকায় ফেরার পথে পরাজিত প্রার্থী ফুল মিয়ার সমর্থকরা অতর্কিত সশস্ত্র এ হামলা চালায়। এতে অন্তত তার ১৫ সমর্থক আহত হয়েছে। গুরুতর আহত বেল্লাল আকন, সোহাগ হাওলাদার, ইব্রাহিম খান, হাসান আলী,আব্দুল জলিল, আলতাফ হাওলাদার ও সোহাগ হাওলাদারকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময় সোবাহান হাওলাদারের সমর্থকদের হামলায় আহত ফুল মিয়ার সমর্থক ফারুককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনায় দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে এ ব্যাপারে পরাজিত ইউপি সদস্য প্রার্থী ফুলমিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, নির্বাচনে বিজয়ী হয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় ছোট রাস্তা দিয়ে দুই গ্রুপ যাওয়ার পথে ধাক্কাধাক্কি হয়েছে। কোন হামলার তথ্য তাদের কাছে নেই। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ গেছে। এঘটনায় কোন পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি।