• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২০, ০৭:২৮ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২১, ২০২০, ০৭:২৮ পিএম

ইউপি সদস্য ও ডিলারকে জরিমানা 

ইউপি সদস্য ও ডিলারকে জরিমানা 

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়ন পরিষদের এক মেম্বার ও এক ডিলার যোগসাজশ করে ২০জন সুবিধাভোগীর ১০টা কেজির চাল বিক্রি করে দেয়ার অপরাধে মঙ্গলবার সন্ধ্যায় মেম্বারকে ১লাখ ৮হাজার টাকা সরকারি কোষাগারে ফেরৎ এবং স্থানীয় ডিলারকে ৪০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা। ইউএনও মোসা. ইসমত আরা জানান, রায়েদ ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার মো. মোতাহার হোসেন এবং স্থানীয় ডিলার দুলাল মিয়া যোগসাজশে ২০জন সুবিধাভোগীর তিন অর্থ বছরের (২০১৬-২০১৭, ২০১৮-২০১৮, ২০১৮-২০১৯ অর্থ বছরের) ১০টাকা কেজি দরের ১০টন ৮০০ কেজি চাল অন্যত্র বিক্রি করে দেয়ার অভিযোগ পাই। পরে মঙ্গলবার ঘটনার সত্যতা পাওয়ার পর মোবাইল কোর্ট পরিচালনা করে ডিলারকে ৪০হাজার টাকা জরিমানা এবং ইউপি মেম্বারকে চালের সমপরিমাণ মূল্যের অর্থ সরকারি কোষাগারে ফেরতের নির্দেশ এবং আদায় করা হয়।